ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলিতে আহত পুলিশ কর্মকর্তা রাহুলের অস্ত্রোপচার চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
গুলিতে আহত পুলিশ কর্মকর্তা রাহুলের অস্ত্রোপচার চলছে

ঢাকা: রাজধানীর জুরাইনের দুর্বৃত্তদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (পশ্চিম) জেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার চলছে।

রোববার (১৩ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল রাতেই পুলিশ কর্মকর্তা রাহুলের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। গুলিটি বুকের বাম দিক দিয়ে ঢুকে পিঠের শেষের দিকে অাটকে ছিলো। অপারেশনের মাধ্যমে তা বের করা হয়েছে। তবে গুলিটি ঢোকার সময় শরীরের ভেতরের অনেক অংশে ক্ষত হয়েছে।   সে সব ক্ষত ঠিক করার জন্য কিছুক্ষণ আগে তাকে অাবারো অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা শঙ্কা মুক্ত।

বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বাংলানিউজকে বলেন, এখন দ্বিতীয় বারের মতো আমার ছেলের অপারেশন চলছে। আমার বিশ্বাস রাহুল ভাল হয়ে যাবে। দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।