[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ শ্রাবণ ১৪২৫, ২০ জুলাই ২০১৮

bangla news

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ১২:০৮:১৯ পিএম
কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার শহরতলীর হাউজিং ই-ব্লকের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-সিরাজ মিয়া, খোকন, বাচ্চু, ফরিদ হাওলাদার, সেন্টু এবং হোসেন হাওলাদার। এদের মধ্যে তিনজনের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, দু’জনের বাড়ি বাগেরহাটের শরণখোলায় এবং একজনের বাড়ি মানিকগঞ্জে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে শহরতলীর হাউজিং ই-ব্লকের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান নিয়ে একদল ডাকাত কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, রামদা এবং দু’টি চাপাতি উদ্ধার করা হয়। 

বিকেলে মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি। 

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa