[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ শ্রাবণ ১৪২৫, ২০ জুলাই ২০১৮

bangla news

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ১১:২৪:২৫ এএম
গ্রেফতারের প্রতীকী

গ্রেফতারের প্রতীকী

মেহেরপুর: মেহেরপুর জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৩ আসামি গ্রেফতার হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দিনগত রাত থেকে রোববার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বোরবার সকালে পুলিশ সুপারের কন্ট্রোল রুম জানানো হয়, পুলিশ সুপার আনিছুর রহমানের নির্দেশে পুলিশের একাধিক টিম অভিযানে তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে জিআর, সিআর ও নিয়মিত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa