[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে আ’লীগের আলোচনা সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ৫:৩৯:০১ এএম
শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে আ’লীগের আলোচনা সভা

শোক দিবস উপলক্ষে রূপগঞ্জে আ’লীগের আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্যিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভায় কায়েতপাড়া ইউপির চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পূর্বাচল ল্যান্ড এর পরিচালক আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভ‍ূঁইয়া, রূপগঞ্জ ইউপির চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস সোয়েব আহমেদ সোহাগ, ইউপি সদস্য মাসুম আহম্মেদ, যুবলীগ নেতা ফারুক হাসান, আব্দুল আউয়াল, আব্দুল জব্বার, মশিউর রহমান তারেক, আব্দুল কাইয়ুম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার, মনোয়ারা বেগম মনু, ইয়াছমিন বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa