ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুরাইনে ডিবির সিনিয়র এসিসহ গুলিবিদ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
জুরাইনে ডিবির সিনিয়র এসিসহ গুলিবিদ্ধ ৩ গুলিবিদ্ধ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) সিনিয়র সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী

ঢাকা: রাজধানীর জুরাইন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন সিনিয়র এসিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে ওই এলাকার শ্যামপুর-জুরাইন ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) সিনিয়র সহকারী কমিশনার (সিনিয়র এসি) রাহুল পাটোয়ারী (৩৫), সোর্স মৃদুল ওরফে বিল্লাল (২২) ও পথচারী সেলিম (৩০)।

 

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পথচারী সেলিমের পিঠে গুলি লেগেছে। তাকে তাৎক্ষণিক স্যার সল্লিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে রাত সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) শেখ আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, ওই এলাকায় অভিযান চালালে সন্ত্রাসীরা গুলি করে। এতে তিনজন আহত হন।

তবে এ অভিযানের বিষয়ে অবগত ছিলেন না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭/ আপডেট সময় ২২৩০ ঘণ্টা
এজেডএস/এজেএ/এমএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ