[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

মাগুরায় এতিম শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৯:৩০:৪৬ পিএম
মাগুরায় এতিম শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাগুরায় এতিম শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

মাগুরা: মাগুরায় ‘সরকারি শিশু পরিবার’র (বালিকা) এতিম শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।

জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি।

এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক শেখ মাহেনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের নিয়মিত খেলাধুলার ও চর্চার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
টিএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa