[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

টানা বর্ষণে জলাবদ্ধ সৈয়দপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৯:০৮:৫১ পিএম
নীলফামারী

নীলফামারী

নীলফামারী: টানা তিনদিনের প্রবল বর্ষণের কারণে নীলফামারীর সৈয়দপুরে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা।

সরেজমিনে দেখা গেছে, শহরের পুরাতন মুন্সিপাড়া, হাতিখানা, বাঁশবাড়ী এলাকা ২ ফিট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা। এসব এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজে কোমর পর্যন্ত পানি আর বাড়িতে উঠেছে হাঁটু পর্যন্ত পানি। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বাড়ি-ঘরে রান্নাও বন্ধ হয়ে গেছে প্লাবিত এলাকার খেটে খাওয়া মানুষের।

বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া টানা বৃষ্টি শনিবার (১২ আগস্ট) বিকেল পর্যন্ত থামার কোনও জো নেই।

এদিকে উপজেলার বোতলাগাড়ী, খাতামধুপুর, কামারপুকুর, বাঙালীপুর ও বেলপুকুর ইউনিয়নের অনেক গ্রাম এখন পানির নিচে। তলিয়ে গেছে ফসলি জমি।

প্লাবিত কোনও এলাকায় মানবিক বিপর্যয় বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে সুনির্দিষ্ট তথ্যসহ জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
টিএ/আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   জল‍াবদ্ধতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa