[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ২৭ অগ্রহায়ণ ১৪২৪, ১২ ডিসেম্বর ২০১৭

bangla news

রাঙামাটিতে ১৫ জন দুস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৮:৪৪:৪১ পিএম
দুস্থ নারীদের সেলাই মেশিন তুলে দিচ্ছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। ছবি: বাংলানিউজ

দুস্থ নারীদের সেলাই মেশিন তুলে দিচ্ছেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে ১৫জন দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় অধিদফতরটির কার্যালয়ে এ সব সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।

এ সময় সংসদ সদস্য ফিরোজা বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নারীরা ঘরে বসে না থাকুক। নারীদের যখন আয় বেড়ে যায় তখন তার পরিবার তাকে আলাদা করে মূল্যায়ন করে। শেখ হাসিনা নারীদের উন্নয়নে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি।

মহিলা বিষয়ক অধিদফতরের রাঙামাটি শাখার কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, মহিলা বিষয়ক অধিদফতরের রাজস্থলী উপজেলার কমকর্তা কণিকা চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa