[x]
[x]

ভোলায় জন্মাষ্টমীতে ৪ স্তরের নিরাপত্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৮:৪৪:২৩ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীতে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোকতার হোসেন।

শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জন্মাষ্টমী পালন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে জানানো হয়।
 
এসময় পূজা উদযাপন পরিষদের নেতাদের ১৩টি নিদের্শনা মানার আহব্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার থাকবে। যাতে কোনও ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে পুলিশ, ডিবি, সাদা পোশাকের পুলিশ ও ডিএসবি মোতায়েন থাকবে। এছাড়াও মন্দিরগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। পুলিশি সেবা বাড়াতে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল সহকারী পুলিশ সুপারদের (এএসপি) নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সুপারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক এমএ তাহের, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক ধ্রুব হালদার, সদর কমিটির সভাপতি শান্ত ঘোষ, বোরহানউদ্দিন কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ দে প্রমুখ।

এছাড়াও দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা সভায় অংশ নেন।

এসময় চরফ্যাশন সার্কেলের সরকারী পুলিশ সুপার (এএসপি) রিয়াজুল কবির, মিজানুর রহমানসহ ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলার মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার (১৩ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
টিএ/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa