ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে যুবদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ঝালকাঠিতে যুবদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ চেক ও সদনপত্র বিতরণ অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে ঋণের চেক ও সদনপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভা শেষে চেক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জন যুব’র মধ্যে ঋণের ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান, যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির প্রশ্ন করার কোনো অবকাশ নেই। দেশের বর্তমান পার্লামেন্ট যদি অবৈধ হয় তবে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ। এ পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। সেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ