ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অাখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
অাখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ দিচ্ছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: অাখাউড়ায় অাকস্মিক বন্যা দূর্গত এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় মেট্রিকটন চাল ও শুকনো চিড়া- মুড়ি দেওয়া হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেলের দিকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বন্যায় প্লাবিত সবার খোঁজ খবর নেন তিনি।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দশ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অাইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদ কায়সার জীবন, অাখাউড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান, অাখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এদিকে স্থানীয় সংসদ সদস্য অাইনমন্ত্রী অানিসুল হকের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রিশ মেট্রিকটন চাল এবং নগদ তিন লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।