ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেবাচিমে বিদ্যুতের অভাবে রোগীদের ভোগান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
শেবাচিমে বিদ্যুতের অভাবে রোগীদের ভোগান্তি রোগীকে সিঁড়ি দিয়ে ওঠানো হচ্ছে-ছবি-বাংলানিউজ

বরিশাল: কোনো নোটিশ ছাড়াই বিদ্যু‍ৎ অফিসের পিলার বসানোর জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাত‍ালে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো। এতে রোগী ও রোগীর স্বজনদের পড়তে হয়েছে দুর্ভোগে।

তবে জরুরি চিকিৎসা সেবা ও অপারেশন থিয়েটারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. এসএস সিরাজুল ইসলাম বলেন, আগে থেকে কিছু না জানিয়ে শনিবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিদ্যুৎ অফিস হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে পিলার বসানোর কাজ শুরু করে।

ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও বিকেল ৫টার দিকে বিদ্যুৎ এসেছে।

তিনি বলেন, জরুরি সেবা কার্যক্রম চালু রাখতে জেনারেটর চালাতে হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর বলেন, বিদ্যুৎ না থাকায় রোগী দেখতে ও ভর্তিরত রোগীদের ওয়ার্ডে পাঠাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে। লিফট চলাচল বন্ধ থাকায় রোগীদের সিঁড়ি দিয়ে ওঠাতে নামাতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।