ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুরির অপবাদে ছাত্রীকে বেত্রাঘাত, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
চুরির অপবাদে ছাত্রীকে বেত্রাঘাত, আটক ২ আহত সুমাইয়া-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে গৌরনদীতে তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে টাকা চুরির অপবাদে বেত্রাঘাত ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় সকালে শিশুটির মা রেনু বেগম মামলা করেন।

মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে মাদরাসা শিক্ষক হাফিজা বেগম ও ফাতেমা আক্তার লিজাকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে উপজেলার খাদিজাতুল কোবরা (রা.) মহিলা কওমি মাদরাসার আবাসিক হলের তৃতীয় শ্রেণির ছাত্রী কামরুন নাহার সুমাইয়াকে একশ’ টাকা চুরির অপবাদে সুপার খাদিজা আক্তারসহ বেশ কয়েকজন বেত্রাঘাত ও নির্যাতন করে বলে অভিযোগ ওঠে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে সুমাইয়ার মা বিষয়টি জানতে পারেন। তিনি ওইদিনই মেয়েকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

রেনু সাংবাদিকদের জানান, মাদরাসার সুপার খাদিজার নির্দেশে মুখে গামছা বেঁধে সুমাইয়াকে বেত্রাঘাত করে জখম করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।