ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেছারাবাদে ৬টি ডায়াগনস্টিক ও এক ভুয়া ডাক্তারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
নেছারাবাদে ৬টি ডায়াগনস্টিক ও এক ভুয়া ডাক্তারকে জরিমানা

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার নাম ব্যবহার করে রোগী দেখার অপরাধে মাসুম বিল্লাহ নামে এক ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার দায়ে ছয়টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) মো. বশির আহমেদ ও ৠাব এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব জানায়, ‍অভিযানে নেছারাবাদ শহরের ছারছীনা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সহকারী মাসুম বিল্লাহকে নামের আগে ডাক্তার লিখে স্থানীয় এপেক্স ক্লিনিকে রোগী দেখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশ চিকিৎসা সেবা দেওয়ায় এনোভা ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নেছারাবাদ ডিজিটাল ল্যাবকে তিন হাজার টাকা, মেডিপ্রাইম ক্লিনিককে পাঁচ হাজার টাকা, স্বরূপ ডায়গনস্টিক সেন্টারকে ছয় হাজার টাকা, মেডিপ্রাইম ডায়গনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা ও লাইফ ডিজিটাল ল্যাবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ‍আগস্ট ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।