ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় পানিতে ডুবে ওয়ান ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
কুমিল্লায় পানিতে ডুবে ওয়ান ব্যাংক কর্মকর্তার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা নগরীর পার্ক সংলগ্ন ধর্মসাগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রুবায়েত ইমরান (৩১) নামের এক ব্যাংক কর্মকতা মা গেছেন।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুবায়েত ঢাকা ওয়ান ব্যাংকে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রুবায়েত ইমরানের স্ত্রী হাসি আক্তার সম্প্রতি কুমিল্লার আনসার ভিডিপির সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। স্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকা থেকে কুমিল্লায় আসেন রুবায়েত ইমরান।  

দুপুরে ধর্মসাগরে গোসল করতে গিয়ে পানিতে নেমে ডুব দিয়ে তিনি উঠেননি। পানিতে ডুব দেওয়ার ১৫ মিনিট পর তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।