ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বায়তুল মোকাররমে ১৬ কেজি স্বর্ণ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
বায়তুল মোকাররমে ১৬ কেজি স্বর্ণ জব্দ

ঢাকা: বাংলাদেশ জুয়েলারি সমিতির সহযোগিতায় বায়তুল মোকাররম থেকে রবিউল নামে এক ব্যক্তির কাছ থেকে ১৬ কেজি ২৪ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নির্ভরশীল একটি সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সূত্রটি জানান, আগে থেকেই শুল্ক গোয়েন্দার কাছে বড় একটি স্বর্ণের চালানের তথ্য ছিলো।

সেই তথ্যের সূত্রমতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) কাছে সহযোগিতা চাওয়া হয়। এরপর বাজুসের সহযোগিতায় শুল্ক গোয়েন্দার সদস্যরা স্বর্ণের এই চালানটি আটক করে।

এ বিষয়ে বাজুসের সাধারণ সম্পাদক দোলন বাংলানিউজকে বলেন, গোপনে খবর পেয়ে স্বর্ণের চালানটি আটকের জন্য শুল্ক গোয়েন্দার আমাদের কাছে সহযোগিতা চায়। পরে শুল্ক গোয়েন্দার সদস্যরা স্বর্ণসহ বহনকারী রবিউলকে আটক করে। এসময় তার কাছে ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৬ কেজি ২৪ গ্রাম।
 
তিরি আরও জানান, রবিউল ১০ হাজার টাকার বিনিময়ে স্বর্ণ বহন করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।