ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ২ শিবির নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
রাজশাহীতে ২ শিবির নেতা আটক

রাজশাহী: রাজশাহী প্যারামেডিকেল কলেজ থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১২ আগস্ট) ভোরে গোপন বৈঠকর সময় তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চকশিবপুর গ্রামের খয়বার রহমানের ছেলে ও  ছাত্রশিবির প্যারামেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান (২০) এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের এনামুল হকের ছেলে ও একই কলেজের ছাত্রশিবিরের কর্মী সংগ্রহ বিষয়ক উপ-সম্পাদক জহিরুল ইসলাম (২০)।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে প্যারামেডিকেল কলেজে অভিযান চালিয়ে তাদের আটক কর‍া হয়।

আটকেরা আগামী ১৫ আগস্টে জাতীয় শোকদিবসে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিল বলে দাবি করেন ওসি।  বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।