ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তামনির অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ শঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
 মুক্তামনির অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ শঙ্কা ঢামেক হাসপাতালের চিকিৎসকরা-ছবি: বাংলানিউজ

ঢাকা: মুক্তামনির অপারেশনের পর তার রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে।এছাড়া তার হাত রেখেই দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। তার আরও অস্ত্রোপচার করা লাগবে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে মুক্তামনির অস্ত্রোপচারের পর চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।

পরে তার অস্ত্রোপচার শেষে এসব বিষয় নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, আমরা সকাল পৌনে ৯টায় অস্ত্রোপচার শুরু করি, শেষ হয় দুই ঘণ্টায়। তার হাতের বাড়তি অংশ কেটে ফেলা হয়েছে। তবে মুক্তামনিকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

তার আরও অপারেশন লাগবে বলে জানান তিনি।

ঢামেক বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা. আবুল কালাম বলেন, অপারেশন থেকে পোস্ট অপারেটিভের (অপারেশন পরবর্তী) অবস্থা বেশি গুরুত্বপূর্ণ। সেখানে তাকে ৫-৬ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। অপারেশনের পর অস্ত্রোপচারের জায়গায় রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে।

‘এটি মুক্তার বড় অপারেশন ছিল। তার আরও বেশ কয়েকটি অপারেশন লাগবে। প্রতি সপ্তাহে একটা করে অপারেশন করা হবে। আমরা আপাতত তার হাতের টিউমারের সবটুকু মাংস কেটে ফেলেছি। বুক ও ঘাড়ে এখনও রোগের উপসর্গ আছে। সেগুলোর চিকিৎসা আস্তে আস্তে করা হবে। ’

তিনি বলেন, মুক্তাকে ঝুঁকিমুক্ত কখনই বলা যাবে না। তবে আজকের অপারশনের কারণে ঝুঁকি আগে থেকে অনেকটা কমে গেছে।

মুক্তামনির সফল অস্ত্রোপচারে হাসপাতালের ওয়ার্ড বয় থেকে প্রফেসর-সবার সবার অবদান ছিল বলেও জানান ডা. আবুল কালাম।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডা. সামন্ত লাল সেন, প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকারসহ বোর্ডের চিকিৎসক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মুক্তামনির প্রথম দফা অস্ত্রোপচার করেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭/আপডেট: ১৩৩৮
এএটি/এমএ

দ্বিতীয় দফায় মুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন
মুক্তামনির জন্য মায়া হয়, বললেন আবুল বাজনদার
'বাবা চিন্তা কোরো না', অপারেশনের আগে বাবাকে মুক্তামনি

মুক্তামনির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার চলছে
মুক্তামনিকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয়েছে
দ্বিতীয় দফায় মুক্তামনির অস্ত্রোপচার শনিবার
মুক্তামনির রক্তনালীতে টিউমার!
মুক্তামনির বায়োপসি পরীক্ষা সফল

'মুক্তামনির জীবনের ঝুঁকি থাকলে সেই হাতের দরকার নেই'
হঠাৎ অসুস্থ মুক্তামনি
শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠছে মুক্তামনি
মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মুক্তামনির চিকিৎসা শুরু
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্য সচিব
ঢামেকে মুক্তামনির খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

মুক্তামনিকে দেখতে ঢামেকে মুশফিক
মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বহুমাত্রিক চর্মরোগে আক্রান্ত মুক্তামনি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।