ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিপদসীমার উপরে সুরমা নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিপদসীমার উপরে সুরমা নদীর পানি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বন্যা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ইতোমধ্যে জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার উপজেলার নিন্মাঞ্চল বৃষ্টির পানিতে নিচে তলিয়ে গেছে।

সুরমা নদীর পাড়ের বাসিন্দা আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, সকাল থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। যেভাবে পানি বাড়ছে রাতেও যদি একইভাবে বৃষ্টি হয় তাহেল ঘরবাড়ি ডুবে যাবে। পুরো শহর বন্যার পানিতে তলিয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, অতি বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো সময় শহরে পানি ঢুকে বন্যা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।