শুক্রবার (১১ আগস্ট) সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় কাঁচামালের পাইকার ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে কাঁচা মরিচের কেজি ৭৫ থেকে ৮০ টাকা থাকলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা, দেশি পেঁয়াজের কেজি ছিল ৩২ টাকা বর্তমানে ৫০, আমদানি করা পেঁয়াজ ছিল ২৮ টাকা বর্তমানে ৪০ টাকা, বরবটি ছিল ২০ টাকা বর্তমানে ২৫ টাকা, করলা ছিল ৪০ টাকা যা বর্তমানে ৫৫ টাকা, পটল ২০ টাকা বর্তমানে ২৮ টাকা, শশা ৩০ থেকে ৪০, বেগুন ২৫ থেকে বেড়ে ৩৫, আলু ১৮ থেকে বেড়ে ২০, ঢেঁরশ ছিল ২৫ বর্তমানে ৩৩ টাকা।
স্থানীয় কাঁচামাল আড়তদাড় মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, চলতি বর্ষার পানিতে ডুবে গাছের ক্ষয়ক্ষতি ও উৎপাদন কম হওয়ায় মরিচের দাম বেড়েছে।

তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিনিয়তই পেঁয়াজের দাম বাড়ছে। আগামী ঈদ পর্যন্ত দু-এক টাকা করে বাড়বে। তবে ঈদের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে বলেন, বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পেঁয়াজ আড়তে পৌঁছাতে বিলম্ব ও কম আসছে। এছাড়াও ঈদের কারণে এই পণ্যের দাম প্রতি বছর বেড়ে থাকে। বাজার করতে আসা শহরের গণেশতলা এলাকার ইমরান আলী বাংলানিউজকে জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতিটি সবজির দাম বেড়েছে। আমি একজন বেসরকারি চাকুরিজীবী; মাসিক বেতনে কিনতে সমস্যা হয়।
তিনি বলেন, প্রতিটি পণ্যের দাম বেশি হওয়ায় সব কিছুই একটু কম করে নিতে হলো।
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
আইএ