ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্যান্সারে আক্রান্ত রিফাত বাঁচতে চায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
ক্যান্সারে আক্রান্ত রিফাত বাঁচতে চায় ইয়াসির রিফাত

রাজশাহী: ইয়াসির রিফাত ব্লাড ক্যান্সারে আক্রান্ত। রিফাত রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকার ওষুধ বিক্রয় প্রতিনিধি রুবেলে ছেলে ও সিটি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রিফাতের বাবা রুবেল বাংলানিউজকে জানান, ছয় মাস আগে রিফাতের ব্লাড ক্যান্সার ধরা পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসা চালাতে গিয়ে এ পর্যন্ত ৪০ লাখ টাকা খরচ হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন আরও ৩৫ থেকে ৪০ লাখ টাকার প্রয়োজন।

রুবেল পেশায় একজন ওষুধ বিক্রয় প্রতিনিধি। ছেলের ক্যান্সারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। আর তাই ছেলেকে বাঁচাতে শেষ ভরসা সমাজের বৃত্তবান মানুষের সহযোগিতা।

ইয়াসির রিফাতকে সাহায্য পাঠানোর ঠিকানা- ডাচ বাংলা ব্যাংক ১৩৫১০১৬০৫৩৬, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক- হিসাব নম্বর ১৩৬১২২০০০০১১০৮৫।

যোগাযোগের জন্য মুঠোফোন ও বিকাশ নম্বর- ০১৭১২৯২৮৩০৭

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।