ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবির ২ ফেব্রুয়ারির ঘটনায় মামলার শুনানি মঙ্গলবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
রাবির ২ ফেব্রুয়ারির ঘটনায় মামলার শুনানি মঙ্গলবার  ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ফাইল ফটো

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২ ফেব্রুয়ারির ঘটনায় শিক্ষার্থীদের নামে পুলিশের দায়ের করা মামলার শুনানি সোমবার (৩১ জুলাই) ধার্য থাকলেও তা হয়নি। মঙ্গলবার (০১ আগস্ট)  মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট  আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতের কার্যক্রম বন্ধ থাকায় হয়নি।

আদালত মঙ্গলবার মামলার শুনানির দিন ধার্য করেছেন।

গত ২৯ মে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত ওই ঘটনায় পুলিশের দায়ের করা দু’টি মামলায় অভিযোগপত্রে ৪৩ জন আসামির মধ্যে ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

এর আগে গত ৭ মে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান অভিযোগপত্র দাখিল করেন। এতে মোট ৪৩ জনের নাম উল্লেখ করা হয়।

এর আগে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছিলেন।  

ওইদিন কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে ছাত্রলীগ ও পুলিশ তাদের ওপর চড়াও হয়। গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।  

ঘটনার পরদিন রাজশাহী  বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ এবং ছাত্রলীগ বাদী হয়ে আলাদাভাবে মোট ৬টি মামলা করে।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।