ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
খুলনায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

খুলনা: খুলনায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই)  সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাধ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার হরিণটানা থানার কৈয়ার শহীদ শেখ আবুল কাশেম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র অমিত সরকার (১৮) এবং ইজিবাইক চালক রবিউল ইসলাম (২৫)।

নিহত কলেজ ছাত্র অমিত খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ স্মৃতি মহিলা কলেজের শিক্ষক অমিয় রঞ্জন সরকারের ছেলে।

ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সে বাবার সঙ্গে বসবাস করতো।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবাধ নামক স্থানে পৌঁছালে কৈয়া বাজারের দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মারা যান।

গুরুতর আহত কলেজ ছাত্র অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রাখ‍া হয়েছে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় আরও ৩-৪ জন যাত্রী আহত হয়েছেন। তাদরও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা,  জুলাই ২৯, ২০১৭/আপডেট ১৩৫০ ঘণ্টা
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।