ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে ৬৩ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
দিনাজপুরে ৬৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৬৩ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) গভীর রাত থেকে শনিবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২৯৮ পিস ইয়াবা, ৪১ বোতল ফেনসিডিল, ৪৫টি নেশা জাতীয় ইঞ্জেকশন ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ভাবে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।