ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
বেনাপোলে ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে পাচারের সময় পৃথক দুটি অভিযানে  ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে অভিযানে চালিয়ে ২১ ব্যাটালিয়নের পুটখালী ও দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন-  বেনাপোলের পুটখালী উত্তরপাড়া গ্রামের আতিয়ার সরদারের ছেলে ও শরিফুল (৪৫)।

তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

বেনাপোলের গাতিপাড়া গ্রামের আরব আলীর ছেলে শরীফ হোসেনকে (২৫) আটক করে তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে ফেনসিডিলসহ আটক কর‍া হয়। তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার শাহ আলম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, তাদেরকে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এজেডএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।