ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিসা কার্টিস ঢাকা আসছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
লিসা কার্টিস ঢাকা আসছেন

ঢাকা: মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস এক দিনের সফরে রোববার (৩০ জুলাই) ঢাকা আসছেন। এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে লিসার সাক্ষাৎ করার কথা রয়েছে।

তিনি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম কাছের বলে ধারণা করা হয়।

মার্কিন নিউজ চ্যানেলগুলোতে হরহামেশাই তাকে দেখা যায়।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
কেজেড/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।