ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
নেত্রকোনায় কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে ছিনতাই কলেজছাত্র পুলক

নেত্রকোনা: নেত্রকোনা শহরের মালনী এলাকায় কলেজছাত্র পুলক ঘোষকে (২৩) ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে পুলক তার বাড়ি থেকে একটু দূরে পথের মধ্যে ছিনতাইয়ের শিকার হন।  

তিনি একই এলাকার পরিমল ঘোষের ছেলে ও নেত্রকোনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।  

পুলকের বাবা পরিমল ছেলের উদ্বৃতি দিয়ে বাংলানিউজে জানান, বাড়ি ফেরার পথে মুখে কাপড় বাধা তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ তাকে আক্রমণ করে। তার মুখ চেপে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা আট হাজার টাকা ও নোকিয়া-৩ মডেলের একটি মোবাইল নিয়ে যায়।  

ছিনতাইয়ের বিষয়টি নেত্রকোনা মডেল থানায় জানানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।  

এদিকে, নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাংলানিউজে জানান, এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad