ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী আটক বিদেশি পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী আটক

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কামাদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা। 

শুক্রবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান চলে।  

আটক অস্ত্র ব্যবসায়ীর নাম আরজেদ আলী (৪৮)।

তিনি শিবগঞ্জের আটরশিয়া গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এই তথ্য জানান।

এতে বলা হয়, মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কামাদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অস্ত্র ব্যবসায়ী আরজেদ আলীর কাছ থেকে তিনটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বর্তামানে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এসএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।