ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে গাভীর অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
রায়গঞ্জে গাভীর অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব গাভীর অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে একটি গাভী অদ্ভুত আকৃতির বাচ্চা প্রসব করেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে ওই গ্রামের সিরাজ সরকারের পালিত একটি গাভী এরকম বাচ্চা প্রসব করে।

স্থানীয় বাসিন্দা সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র রুবেল হোসেন জানান, গাভীর বাচ্চাটির কপালে বড় আকারের একটি চোখ এবং মুখমণ্ডল ছিলো শূকরের আকৃতির।

বাছুরটি দুই ঘণ্টা জীবিত থাকার পর মারা গেছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ