ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মাইক্রোবাসের তিন যাত্রী। 

গুরুতর আহত চারজনকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আহত আরও ১০ জনকে স্থানীয় হাপসাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।  

শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, বেনাপোল থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২১০২) সঙ্গে অন্যদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-২৩৬৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দু্ইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
কেজেড/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।