ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আ’লীগ ক্ষমতায় গেলে মানুষের লাভ হয়: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
আ’লীগ ক্ষমতায় গেলে মানুষের লাভ হয়: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের লাভ হয়। আমরা যেন সে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারি সে চেষ্টা করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে আছে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা আয়োজিত বিনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর সভার সচিব মো. ফারুক প্রমুখ।

মন্ত্রী আগামী সংসদ নির্বাচনে নৌকার মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
 
এর আগে মন্ত্রী সন্ধ্যায় জেলা পরিষদ ডাক বাংলোর ভিত্তিপ্রস্থর স্থাপন, উপজেলা পরিষদ মিলনায়তনের সংস্কার কাজের উদ্বোধন, ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়ার আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।