ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বসুন্ধরা গ্রুপকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বসুন্ধরা গ্রুপকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

ঢাকা: মিরসরাইয়ে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের জন্য ৫০০ একর জমি বরাদ্দ পাওয়ায় দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপকে অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

শুক্রবার (২৮ জুলাই) সংগঠনের সভাপতি আবুল কাশেম আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা গ্রুপ,বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ৪৮৮ মিলিয়ন ডলার  বিনিয়োগ করবে।

এখানে একটি অত্যাধুনিক পাল্প এন্ড বোর্ড মিলসহ বিভিন্ন উৎপাদনমুখী শিল্প গড়ে তুলবে বসুন্ধরা গ্রুপ।

এতে ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের বেকার জনগোষ্ঠীর মধ্য থেকে এত মানুষের কর্মসংস্থান হলে দেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অবদান রেখে চলে দেশ ও জাতির আর্থসামাজিক উন্নয়নে। দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রুপটির এধলেণের কর্মকান্ড অব্যহত থাকবে বলেও আশা প্রকাশ করেন কাশেম আহমদ।

চলতি বছরের ২৪ জুলাই রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পক্ষে সংস্থার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।