ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলনগরে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
কমলনগরে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সম্মেলন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে সংগঠনের কমলনগর শাখার সভাপতি অ্যাডভোকেট মিলন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জহর লাল ভৌমিক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন- ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি শিমুল সাহা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রহলাদ সাহা রবি।

সম্মেলনে সমঅধিকার, সমমর্যাদা, সংখ্যালঘু স্বার্থ সুরক্ষা আইন প্রণোয়ন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে বিশেষ ট্রাইবুনাল গঠন, জনসংখ্যার ২০ ভাগ হারে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানটির সঞ্চালন‍ায় ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু ডালিম কুমার দাস।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।