ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি: ঝালকাঠিতে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম সরকারের এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার (২৭ জুলাই) এলজিইডি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সাংবাদিক এতে অংশ নেন।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন।  

কর্মশালার সমন্বয়ক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, অজানা বার্তার সম্পাদক এস এম এ রহমান কাজল ও প্রশিক্ষনার্থী আতিকুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই, ২৭, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ