ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
রাজশাহীতে নসিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

রাজশাহী: রাজশাহীর তানোরে চাকা খুলে চলন্ত নসিমন উল্টে গিয়ে সাদিকুল ইসলাম (৩২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার দেবিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী সাদিকুল ইসলাম তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

আহত দু’জন হলেন- একই উপজেলার বহরইল গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও সাতপুকুরিয়া গ্রামের রায়হান আলী (৩৬)। তাদের তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার দেবিপুর এলাকায় চলন্ত অবস্থায় সামনের চাকা খুলে নসিমনটি উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়েন যাত্রীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিলে দায়িত্বরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭

এসএস/এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad