ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর শহরে অননুমোদিত ডায়াগনস্টিক সেন্টারের গাইনী চিকিৎসক মিনু রাণী সরকার ও পরিবেশ ও স্বাস্থ্য বিভাগের লাইসেন্স ছাড়া খাবার বিক্রি করার অপরাধে ক্যাফে রাজ্জাক হোটেলকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জ্বল ও মারুফা সুলতানা খান হিরা মনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে এ জারিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মহসীন উজ্জ্বল বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় ডা. মিনু রানী সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে শহরের কুমিল্লা সড়কে অনুমোদন ছাড়া হোটেল ব্যবসা চালু করায় ক্যাফে রাজ্জাক হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।