ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল ও ঝালকাঠিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বরিশাল ও ঝালকাঠিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট বরিশালে শিক্ষকদের অবস্থান ধর্মঘট/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ঝালকাঠিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে শিক্ষক নেতারা।

ঝালকাঠি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশাল ও ঝালকাঠিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে শিক্ষক নেতারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক নেতা মিলন কান্তি দাস, লস্কর মো. মাসুদ, সুনীল বরণ হালদার প্রমুখ।

কর্মসূচি থেকে বক্তারা- শিক্ষা জাতীয়করণ, কল্যাণ ও অবসর ভাতার নামে ১০ শতাংশ বেতন কর্তনের গেজেট বাতিল এবং ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবি জানান।

এসময় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।

অপরদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতি ও কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে একই দাবিতে নগরের সদর রোডস্থ সোহেল চত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন কর‍া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।