ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বৃষ্টি থামলেও পানি নামেনি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বৃষ্টি থামলেও পানি নামেনি বৃষ্টি থামলেও পানি নামেনি

ঢাকা: মৌসুমী বায়ুর প্রভাবে টানা কয়েকদিন ধরে পড়া বৃষ্টির পানি থৈ থৈ করছে শুক্রাবাদের বিভিন্ন অলিগলিতে। ওই এলাকার বেশিরভাগ গলিই পানির নিচে। টানা বৃষ্টিতে শুক্রবাদ-রাজাবারের সব গলিতে পানি ঢুকে পড়ে। অন্য সময় বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যেতো। কিন্তু বুধবার একটি সড়কের পানিও নামেনি।

সরেজমিনে সন্ধ্যায় দেখা যায়, ধানমণ্ডি ৩২ নম্বরের বিপরীতে শুক্রবাদ উচ্চ বিদ্যালয়ের সড়কের কাঁচা বাজার থেকে হাঁটু পরিমাণ পানি। বাজারের কয়েকটি দোকানেও পানিও ঢুকে পড়েছে।

অনেকে দোকান বন্ধ করে দিয়েছেন। আশপাশের সড়কগুলোতেও প্রায় হাঁটু সমান পানি।
 
পশ্চিম রাজাবাজার সড়কও ময়লা পানিতে সয়লাব। বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন সড়ক এখন পানির নিচে তলিয়ে। কিছুটা পানি উঠেছে ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার অংশে। রাজাবাজার থেকে সোবহানবাগ সড়কও পানির নিচে।

তবে তেজগাঁও কলেজ ছাত্রাবাস মসজিদ থেকে ইন্দিরা রোড হয়ে ফার্মগেট সড়কে তেমন একটা পানি জমেনি।

এদিকে স্কয়ার হাসপাতালের পাশের পশ্চিম রাজাবাজার সড়কেও পানিতে থৈ থৈ।  এসব রাস্তা পারাপারে রিকশা এবং ভ্যানগাড়ি জনপ্রতি ১০ টাকা হারে ভাড়া নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।