ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের ওপর হামলা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকের ওপর হামলা, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক মাসুদুর রহমানকে মারধর করেছে ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী।

বুধবার (২৬ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানের অফিস কক্ষের ভেতর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের ৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটক শিক্ষার্থীরা হলেন- শহরতলীর বিরাসার এলাকার তরিকুল ইসলাম (১৯), একরামুল হক (২১) ও শহরের মধ্যপাড়া এলাকার ফয়সাল (২২)।

শিক্ষক মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিবছর উপস্থিতির উপর সরকারি উপবৃত্তি দেওয়া হয়। যেসব শিক্ষার্থীর উপস্থিতি শতকরা ৮০ থেকে ৬৫ ভাগ কেবল তাদের উপবৃত্তি দেওয়া হয়। দুপুরে তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় ফেল করার পরও তাকে উপবৃত্তি দেওয়ার দাবি জানায়। এতে রাজি না হওয়ায় তরিকুল কয়েকজন ছাত্রকে নিয়ে তার ওপর হামলা করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে জানান, শিক্ষকের ওপর হামলা ঘটনাটি শুনেছি। এ ঘটনায় তিন ছাত্রকে আটক এবং মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।