ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাইনবোর্ডে ৯২ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
সাইনবোর্ডে ৯২ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাইক্রোবাসে (শোরুম নম্বর-ঢাকা মেট্রো-য়-০০-০৪৯৯) তল্লালি চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ও নগদ অর্থসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- কুমিল্লা লাকসামের সুভাষ চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস একই এলাকার আমির হোসেনের ছেলে মনির, রূপগঞ্জের আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান, ডেমরার মৃত নূর মোহাম্মদের ছেলে সালাউদ্দিন ও নোয়াখালীর সেনবাগের মৃত শাহাদাৎ উল্লাহর ছেলে নূর নবী।

বুধবার (২৬ জুলাই) সাইনবোর্ড চৌরাঙ্গী পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড চৌরাঙ্গী পাম্প এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে ৪৬ প্যাকেটে মোট ৯২ হাজার পিস ইয়াবা ও বিক্রির নগদ ৩ লাখ টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই মফিজুল ইসমাল।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad