ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে মাদকসহ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
সাভারে মাদকসহ ব্যবসায়ী আটক

সাভার (ঢাকা): সাভারে মাদকদ্রব্যসহ ফিরোজ হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের হেমায়েতপুর থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম মোস্তফা।

স্থানীয়রা জানান, হেমায়েতপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফিরোজ হোসেন ওই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। পরে সন্ধ্যায় নিজ বাড়িতে ওই যুবক ইয়াবা বিক্রির সময় তাকে হাতে-নাতে আটক করে এলাকাবাসী। এসময় তার দেহতল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও ১০ পটলা গাঁজা উদ্ধার করা হয়।

তাকে আটক করে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের কাছে হস্তান্তর করলে তিনি মাদক ব্যবসায়ী ফিরোজকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (এসআই) মনিরের কাছে হস্তান্তর করেন। এসময় ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।

ডিবির এসআই মনির বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ব্যবসায়ীকে আটক করায় হেমায়েতপুর এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।