ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে একব্যক্তি নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে একব্যক্তি নিখোঁজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে জামাল উদ্দিন (৪৫) নামে একব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

বুধবার (২৬ জুলাই)  সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যাক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ হন তিনি।

 

স্থানয়ী সূত্রে জানা যায়, জামাল উদ্দিন জাল দিয়ে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ জালটি পানির নিচে আটকে যায়। তিনি জালটি উদ্ধারের জন্য নদীতে ডুব দেন। এরপর আর ভেসে ওঠেননি তিনি।  

নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বজনরা নদীর দুই তীরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেননি। ‍

রৌমারী উপজেলার যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বাংলানিউজকে জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।