ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকেও জলাবদ্ধতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ঢামেকেও জলাবদ্ধতা ঢামেকের ভেতরের রাস্তায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

ঢাকা: ঢাকা নগরী এখন যেন দরিয়া নগরী। গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এখন ঢাকা শহরের অলি-গলির কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পানি জমে রয়েছে। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও।

মঙ্গলবার (জুলাই ২৫) রাত থেকে বুধবার (জুলাই ২৬) দুপুর পর্যন্ত টানা বৃষ্টির কারণে মর্গসহ ঢামেকের ভেতরের প্রায় সবগুলো রাস্তাই ডুবে গেছে পানির নিচে।  এতে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ বিপাকে পড়েছেন মর্গের কর্মচারীরা।

হাসপাতালের রোগীদেরও পোহাতে হচ্ছে ভয়ানক দুর্ভোগ।

মেডিকেল কলেজের সহপাঠীদের উদ্দেশ্যে এক ছাত্রকে বলতে শোনা যায়, "বাসা থেকে নীল দরিয়া পার হয়ে আজকে কলেজে আসলাম। এখানে এসেও দেখি আরেক নীল দরিয়া।  

ঢাকা মেডিকেল মর্গের কর্মচারীরা জানায়, মর্গের চার পাশে হাঁটু পানি।  বৃষ্টির পানিতে মর্গের ফ্লোর ডুবে গেছে। পুরাতন লাশ রাখার ফ্রিজে পানি ঢুকেছে। এজন্য বেশ কয়েকটি লাশ উঁচু জায়গায় রাখতে হয়েছে। মর্গের ড্রেনের সব ময়লা আবর্জনা পানিতে ভাসছে।

জানা যায়, চিকিৎসকরা পানি পেরিয়ে লাশের ময়নাতদন্ত করার জন্য মর্গে আসছে।

দুপুরের পর থেকে বৃষ্টি কমলেও নগরের বিভিন্ন রাস্তাঘাটে এখন পানি জমে আছে। এজন্য সারাদিনই নগরবাসীকে পানি পেরিয়েই রাস্তাঘাটে চলাচল করতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।