ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বেসরকারি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ময়মনসিংহে বেসরকারি শিক্ষকদের অবস্থান ধর্মঘট ময়মনসিংহে বেসরকারি শিক্ষকদের অবস্থান ধর্মঘট

ময়মনসিংহ: শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শামসুন্নাহার বেগম।

ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হেসেন ও জেলা শাখার দফতর সম্পাদক মোহাম্মদ গোলাম হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ নিহার রঞ্জন রায়, সংগঠনের ময়মনসিংহ আঞ্চলিক সম্পাদক দুকুল চন্দ্র দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক মো, চাঁন মিঞা প্রমুখ।

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তারা সরকারকে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবি মেনে নেয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।