ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সাত্তার হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
ময়মনসিংহে সাত্তার হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: নান্দাইলে চাঞ্চল্যকর সাত্তার হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজুল ইসলাম, হাদিস মিয়া, হাবিবুর রহমান ও হানিফা।

এ আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ১৯৯৭ সালের ৭ মে জমি ও পুকুর নিয়ে বিবাদের জেরে নান্দাইলের দক্ষিণ কয়রাতি গ্রামের আব্দুস সাত্তারকে আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে তাদের এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad