ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বেনাপোলে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন যশোর ৠাব-৬ এর সদস্যরা।  

এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বেনাপোলের গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ৠাব তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বেনাপোলের নামাজ গ্রামের সাজ্জাদ আলীর ছেলে আব্দুস সবুর (৩৫), গাজীপুরের শাহাদাত হোসেনের ছেলে সোহান হোসেন (২৩) ও ঝিকরগাছার শিকচানপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।  

বুধবার দুপুরে যশোর ৠাব ৬-এর এএসপি খোদাদাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে গাজীপুর গ্রামের সোহানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০টি নীল রংয়ের পলিথিনে মোড়ানো দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad