ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় শিক্ষকদের অবস্থান ধর্মঘট-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বগুড়ায় শিক্ষকদের অবস্থান ধর্মঘট-সমাবেশ বগুড়ায় শিক্ষকদের অবস্থান ধর্মঘট-সমাবেশ- ছবি: আরিফ জাহান

বগুড়া: মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বেতন কর্তনের পরিপত্র বাতিলের দাবি জানিয়ে বগুড়ায় অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা।

বুধবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেন দুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষক নেতা স্বপন কুমার মন্ডল, কাজী আনোয়ারুল ইসলাম, গৌরব চন্দ্র দাস, মোশারফ হোসেন, হাবিবুল আলম, আব্দুল খালেক প্রমুখ।


 
এ সময় বক্তারা বলেন, নানাভাবে শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে। এখনো শিক্ষকরা বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ও উৎসব ভাতা থেকে বঞ্চিত। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রেও কোনো নীতিমালা হয়নি। বিক্ষিপ্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হচ্ছে।

এছাড়া চলতি বছর অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের নামে শিক্ষকদের বেতন থেকে টাকা কর্তনের জন্য পরিপত্র জারি করা হয়েছে।

এই অবস্থায় শিক্ষক সমাজ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচি থেকে একই দাবিতে আগামী ৩১ জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া দেন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।