ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুর জেলা শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
দিনাজপুর জেলা শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি দিনাজপুর জেলা শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সরকারি বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের সিদ্ধান্ত বাতিল, বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ বেসরকারি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবিতে দিনাজপুর জেলা শিক্ষক সমিতি অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে।

বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আহসানুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাতলুবুল মামুনের সঞ্চালনায়
অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাহারোল উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মন্মতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাসউদ আলম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোক্তারুল আলম, ফুলবাড়ী উপজেলার শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার, চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব উদ্দিন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুনু বিশ্বাস, শিক্ষক ফজলুল হক, সামিনুর ইসলাম, বিরামপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

জেলার ১৩টি উপজেলার শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।