ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরীপুরে বাকপ্রতিবন্ধী কুলি হত্যার ঘটনায় গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
গৌরীপুরে বাকপ্রতিবন্ধী কুলি হত্যার ঘটনায় গ্রেফতার ২

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে মুর্শেদ মিয়া (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী কুলিকে গলাকেটে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন- শাহীন (২০) ও জাহিদুল ইসলাম হিমেল (২০)।



এসপি সৈয়দ নুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ডে জড়িত শাহীন ও হিমেলকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ। পরে ডিবির ওসি আশিকুর রহমানের জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করেছে।  

আসামি হিমেলের স্বীকারোক্তি মোতাবেক ওই রাতেই তার বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও নিহত মুর্শেদের টাকার থলে উদ্ধার করে ডিবি পুলিশ।

এরআগে, গত সোমবার (২৪ জুলাই) ময়মনসিংহ থেকে গৌরীপুরে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের টেংগরিয়াকান্দা গ্রামে মুর্শেদকে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad