ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭২-এর সংবিধানের মূলনীতি মেনে দায়িত্ব পালন করুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
৭২-এর সংবিধানের মূলনীতি মেনে দায়িত্ব পালন করুন

ঢাকা: ৭২ এর সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙ‍ালি জাতীয়বাদ ও সমাজতন্ত্র মেনে  ডিসিদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেনন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) বৈঠক শেষে তিনি একথা বলেন।

ইনু  বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তা অনুসরণ করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

৫৭ ধারা কোনো সমস্যা সৃষ্টি করছে না বলেও এক প্রশ্নের জবাবে বলেন তথ্যমন্ত্রী।

সচিবালয়ে জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয় মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
কেজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।